সিটিজেন চার্টার
ক্রঃ নং | সেবা প্রদান কার্যক্রম | সেবাপ্রদানের প্রদ্ধতি | সময়সীমা | সেবাপ্রদানের স্থান |
০১ | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম | স্থানীয় পর্যায় ও কোর্ট হতে প্রাপ্ত অভিযোগ সমূহ আমত্মপূর্বক শুনানী গ্রহণের মাধ্যমে আপোষ মিমাংসা ও প্রতিবেদন প্রেরণ করা হয়। | ১৫-৩০দিন | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। |
০২ | ভি.জি.ডি কার্যক্রম (দুঃস্থ মহিলাদের) | সরকারী নীতিমালা মোতাবেক ও তদারকী করা হয়। | মাসিক | ঐ |
০৩ | দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কার্যক্রম | সরকারী নীতিমালা মোতাবেক ভাতাভোগী নির্বাচন, পরিবর্তন ও সংশোধন করা হয়। | নির্ধারিত সময় অনুযায়ী | ঐ |
০৪ | মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম | সরকারী নীতিমালা মোতাবেক গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানের উন্নয়ন ঋণ প্রদান করা হয়। | ১২/২৪ কিসিত্মতে আদায় যোগ্য | ঐ |
০৫ | স্বেচ্ছাসেবী মহিলা সমিতি | সরকারী নীতিমালা মোতাবেক সমিতি রেজিট্রেশনের জন্য আবেদন করেন এবং প্রতি বছর অনুদান প্রদান করা হয়। | প্রতি অর্থ বছর | ঐ |
০৬ | প্রশিক্ষণ কর্মসূচী | ৩০জন কিশোরী ও মহিলাকে সেলাই ও টেইলারিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। | প্রতি অর্থ বছরে | ঐ |
১। দুঃস্থ মহিলাদের জন্য ভি.জি.ডি কার্যক্রমঃ দাউদকান্দি উপজেলায় এ কার্যক্রমের আওতায় ২০১১-২০১২ চক্রের জন্য ৮৫৭ জন মহিলা নির্বাচিত হয়েছে। নির্বাচিত হবার জন্য বয়স ১৮-৪৯ মাসিক আয় ১৫০০/-টাকার কম পরিবার প্রধান মহিলা অগ্রধিকার। এছাড়া দুঃস্থ ও স্বামী পরিত্যক্তা বিধবা ও অবিবাহিত মহিলাকে অগ্রধিকার প্রদান করা হয়। ১জন সুবিধাভোগী ২ বছরের জন্য নির্বাচিত হন।এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ এনজিোর মাধ্যমে নির্বাচিত মহিলাদেরকে জীবনদক্ষতামূলক ও আয়বর্ধকমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।
ইউনিয়ন ভি.জি.ডি কমিটিঃ
ক্রঃ নং নাম পদবী
০১। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতি।
২। ইউনিয়ন পরিষদের সকল সদস্য ( সংরক্ষিত আসনের নির্বাচিত তিনজন মহিলা সদস্যসহ) সদস্য।
০৩। সহযোগী বেসরকারি সংস্হা (এনজিও)-র প্রতিনিধি সদস্য।
০৪। একজন সরকারী প্রাথমিক সরকারী স্কুল শিক্ষক (মহিলা অগ্রাধিকার প্রাপ্ত) সদস্য।
০৫। ১জন মুক্তিযোদ্ধা সদস্য।
০৬। ৩টি ওয়ার্ড হতে চলমান ভিজিডি খাদ্য চক্রের ০৩ জন ভিজিডি মহিলা। সদস্য।
০৭। সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব সদস্য সচিব।
উপজেলা ভি.জি.ডি কমিটিঃ
ক্রঃ নং নাম পদবী
০১। উপজেলা পরিষদের চেয়ারম্যান উপদেষ্টা।
০২। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি।
০৩। ভাইস চেয়ারম্যান (মহিলা), উপজেলা পরিষদ সদস্য।
০৪। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সদস্য।
০৫। উপজেলা কৃষি কর্মকর্তা সদস্য।
০৬। উপজেলা খাদ্য কর্মকর্তা সদস্য।
০৭। উপজেলা মৎস্য কর্মকর্তা সদস্য।
০৮। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সদস্য।
০৯। উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা সদস্য।
১০। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য।
১১।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সদস্য।
১২। উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সদস্য।
১৩। উপজেলা শিক্ষা কর্মকর্তা সদস্য।
১৪।উপজেলা সমবায় কর্মকর্তা সদস্য।
১৫। সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য।
১৬। বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা কমান্ডারের ০১ জন প্রতিনিধি সদস্য।
১৭। এনজিও প্রতিনিধি সদস্য।
১৮। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সদস্য সচিব।
২। দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কার্যক্রমঃ অত্র উপজেলায় ২০১১-২০১২ অর্থ বছরে ১৫টি ইউনিয়নে ১৯জন করে ২৮৫ জন এবং ২০১০-২০১১ অর্থ বছরে ১জন করে ১৫জন এ কর্মসূচীর সুবিধা পাচ্ছে। সর্বমোট ৩০০জন দরিদ্র মা এই সুবিধা পাচ্ছেন। সুবিধাভোগী ২ বছরের জন্য নির্বাচিত হন।
ইউনিয়ন মাতৃত্বকাল ভাতা কমিটিঃ
ক্রঃ নং নাম পদবী
০১। ইউনিয়ন চেয়ারম্যান সভাপতি।
০২। মহিলা সদস্য ইউনিয়ন পরিষদ সদস্য।
০৩। ইউনিয়ন সমাজকর্মী সদস্য।
০৪। ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মী সদস্য।
০৫। ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা সদস্য।
০৬। প্রাইমারী স্কুলের শিক্ষক প্রতিনিধি (উপজেলা শিক্ষা অফিসার কতৃক মনোনিত) সদস্য।
০৭। এনজিও প্রতিনিধি সদস্য।
০৮। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব সদস্য সচিব।
উপজেলা মাতৃত্বকাল ভাতা কমিটিঃ
ক্রঃ নং নাম পদবী
০১। উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) উপদেষ্টা
০২। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি।
০৩। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য।
০৪। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সদস্য।
০৫। উপজেলা শিক্ষা কর্মকর্তা সদস্য।
০৬। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য।
০৭। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদস্য।
০৮। ব্যাংক প্রতিনিধি সদস্য।
০৯। নির্বাচিত ভাতা ভোগী ০২ জন (উপজেলা নির্বাহী অফিসা কতৃক মনোনিত) সদস্য।
০৯। এনজিও প্রতিনিধি সদস্য ও মনিটরিং কর্মকর্তা।
১০। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সদস্য সচিব।
৩। মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম ঃ অত্র উপজেলায় মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম ২০০৪-২০০৫ অর্থ বছর হতে চলমান রয়েছে। এ পর্যমত্ম ২৪৮ জন মহিলা এ সুবিধার আওতা ভূক্ত। ঋণ প্রার্থীকে ভিটেবাড়ী থাকতে হবে এবং বয়স ১৮-৫৫ বছরের হতে হবে। দুঃস্থ ও স্বামী পরিত্যক্তা বিধবা ও অবিবাহিত মহিলাকে অগ্রধিকার প্রদান করা হয়।
উপজেলা ঋণ দান কমিটিঃ
ক্রঃ নং নাম পদবী
০১। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি।
০২। জাতীয় মহিলা সংস্থার উপজেলা শাখার সভাপতি সদস্য।
০৩। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য।
০৪। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সদস্য।
০৫। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সদস্য সচিব।
৪। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহ ঃ অত্র উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের রেজিষ্ট্রিকৃত সমিতি ১৬টি। এ সমিতিগুলো থেকে নির্বাচিত সমিতি সমূহ প্রতি বছর অনুদান পেয়ে থাকে। মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য এ সমিতি গুলো কাজ করে যাচ্ছে।
অনুদান বিতরণের জন্য উপজেলা কমিটিঃ
উপজেলা ঋণ দান কমিটিঃ
ক্রঃ নং নাম পদবী
০১। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি।
০২। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান (যদি থাকে) সদস্য।
০৩। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য।
০৪। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সদস্য।
০৫। উপজেলা সমবায় কর্মকর্তা সদস্য।
০৬। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সদস্য।
০৭। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সদস্য।
০৮। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সদস্য সচিব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস